Header Ads

আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট হিসেবে প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন!

আব্রাহাম
লিংকন প্রেসিডেন্ট হিসেবে প্রথম যেদিন অফিস করে স্বাগত বক্তব্য দিচ্ছিলেন এক ভদ্রলোক যিনি একজন নামজাদা স্থপতি উঠে বেশ দর্প আর তাচ্ছিল্যের ভঙ্গীতে বলে উঠলেন 'লিংকন তোমার ভুলে যাওয়া উচিত হবে না যে তোমার বাবা আমার পরিবারের জন্য জুতো তৈরী করতো'। সমস্ত সিনেট বিস্ময়ে হতবাক হয়ে গেলো কেউ কেউ বিদ্রুপের হাঁসিও ছুঁড়লো।

কিন্তু লিংকন নির্বিকার। সে লোকটির চোখে চোখ রেখে স্পষ্ট করে বললেন, 'স্যার, আমি খুব ভালো করেই জানি আমার মহান পিতা আপনার পরিবারের জন্য জুতা তৈরী করতেন। শুধু আপনার কেন এখানে এরকম অনেকেই আছেন যাদের পরিবারের জন্য বাবা জুতো তৈরী করতেন। কিন্তু তাতে কি? আপনার কোন নির্দিষ্ট অভিযোগ আছে? আমি জানি এবং বিশ্বাস করি আমার বাবা যে কাজটি করতেন তা পুরো দরদ দিয়েই করতেন, শুধু গ্রহিতার সন্তুষ্টির জন্য নয়, তার নিজের সন্তুষ্টির জন্যও। তিনি এমন এক অদ্ভুত নির্মাতা ছিলেন যে আজ পর্যন্ত তাঁর নির্মাণ নিয়ে কোন প্রশ্ন ওঠেনি বা কেউ অভিযোগ করেনি। আপনার যদি নির্দিষ্ট কোন অভিযোগ থাকে বলুন আমি আপনার জন্য আর এক জোড়া জুতো তৈরী করে দিতে পারি।' উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে লিংকন এই কথাগুলো এতো সহজ সাবলীল আর দৃঢ় ভঙ্গীতে বললেন যে সবাই বিস্মিত হয়ে গেলো।
কোন কাজ ছোট নয়। ছোট সে, যে কাজকে ছোট ভেবে অহেতুক বিদ্রুপ করে।
(সংগৃহীত)      
বিস্তারিত আরও জানতে

No comments

Powered by Blogger.